হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার মাস বয়সী এক শিশু সন্তান আগুনে পুড়ে মারা গেছে। এই অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর গ্রামের ইয়াসিন মজুমদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আয়াত হোসেন, সে ওই বাড়ির দুলাল মিকার ও পরান বেগম দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে দুলাল মিকারের স্ত্রী পরানী বেগম রোদে দেওয়া কাপড় আনতে ঘরের বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন পুরো ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পার্শ্ববর্তী মোঃ শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের লেলিহান শিখায় পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু আয়াতের।
ঘটনার পরপরই রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাশিদ বিন এনাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীসহ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার মোঃ রেজাউল করীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে শিশু আয়াতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।