বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রচারণা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ। তিনি মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে গ্রাম পুলিশদের করণীয় এবং নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সফলতায় মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অনস্বীকার্য। গ্রাম পুলিশরা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।"
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।