হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, আইন অমান্য করে কৃষি জমির উর্বর মাটি কেটে অন্যত্র বিক্রি করার অভিযোগে অভিযুক্ত স্বপন কবিরাজকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযান চলাকালে রায়পুর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।
রায়পুর উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। যারা আইন অমান্য করে জমির উপরিভাগের মাটি কাটবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।