মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার: সংগঠনের নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শোকজ নোটিশের জবাব না দেওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলীকে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইদ্রিস আলীকে একটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়। নোটিশে তাকে ৩ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেননি।
শোকজ নোটিশের জবাব না দেওয়াকে সংগঠনের প্রতি চরম অবজ্ঞা ও গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করেছে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। পরবর্তীতে কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব জানান, “সংগঠনের শৃঙ্খলা ও সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ কারো নেই। অভিযুক্ত সাধারণ সম্পাদককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও তিনি তার কোনো সদুত্তর দেননি। ফলে গঠনতন্ত্র অনুযায়ী আমরা তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি।”
তিনি আরও সতর্ক করে বলেন, “বহিষ্কারের পর থেকে ইদ্রিস আলী প্রেসক্লাবের কোনো পদবি বা পরিচয় ব্যবহার করে কোথাও কোনো কার্যক্রম চালাতে পারবেন না।”