আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে পুলিশের চেকপোস্ট অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন কামারপাড়া রোডের বিদেশি খিত্তা ২ নম্বর গেটের সামনে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কামারপাড়া রোডে পুলিশের নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ জয়নাল আবেদীন (৪২)। তিনি ঢাকার দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইব এলাকার আকবর আলীর ছেলে। বর্তমানে তিনি ডিএমপির তুরাগ থানার মাদ্রাসা গলি এলাকার ৫৫৩ নম্বর বাসায় বসবাস করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।