মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলায় শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (—) সকাল ১০টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩৬৯ জন এবং মাদ্রাসা পর্যায়ে ১৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা শেষে একই দিনে মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে মোট ৩৬ জন শিক্ষার্থীকে বাছাই করে ফলাফল প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালাই শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলী ও মওলানা মতিউর রহমান, সহসভাপতি আব্দুল মজিদ মল্লিক ও আব্দুল মান্নান, শিক্ষা সম্পাদক তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী জিন্নাহসহ শিক্ষা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, গত ২৫ বছর ধরে এ শিক্ষা বৃত্তি পরীক্ষা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর উপজেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে এককালীন ৩ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা করে মোট ৩৬ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।
[caption id="attachment_5553" align="alignnone" width="1156"]
জয়পুরহাটে শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, একই দিনে ফল প্রকাশ[/caption]
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। অনেক মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। শিক্ষাবৃত্তি সেই বাধা দূর করে তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শিক্ষার প্রতি আগ্রহ ধরে রাখতে সহায়তা করে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আরও বেশি শিক্ষাবৃত্তি চালু হলে শিক্ষাক্ষেত্রে সমতা নিশ্চিত হবে এবং দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরি হবে।