মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভেজাল সার বিক্রির অভিযোগে এক খুচরা সার ডিলারকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে পরিচালিত অভিযানে আবু সালেহ নামের ওই ডিলারকে দোষী সাব্যস্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা সারের নমুনা পরীক্ষা করে তা ভেজাল প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে আবু সালেহকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অন্যান্য সার ডিলারদের কৃষকদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করতে এবং সরকারি বিধিবিধান মেনে মানসম্মত সার বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, ভেজাল সার শুধু কৃষকের আর্থিক ক্ষতি করে না, এটি মানুষের খাদ্য নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি। কৃষকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় কৃষকদের প্রত্যাশা, প্রশাসনের নিয়মিত নজরদারির মাধ্যমে বাজারে ভেজাল সার বিক্রি বন্ধ হবে এবং নিরাপদ ও মানসম্মত সার সরবরাহ নিশ্চিত হবে।