হাবিবুর রহমান, লক্ষ্মীপুর | আপডেট: ১১ জানুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুর: নিজ প্রতিষ্ঠানের পরিবর্তে ১৮ কিলোমিটার দূরে এসএসসি পরীক্ষার কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার রামগতি বাজারে টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করে রামগতি বাণী ভবানী কামেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী তাওসিফ অর্নব, তানভীর ইভান ও ইয়াছিন আরাফাত জানান, গত কয়েক বছর ধরে তাদের বিদ্যালয়ের পরীক্ষা নিজস্ব কেন্দ্রেই অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকায় তাদের কেন্দ্র ১৮ কিলোমিটার দূরে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের দাবি:
দূরত্ব ও ব্যয়: দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নেওয়া যেমন ব্যয়বহুল, তেমনি এতে প্রচুর সময় অপচয় হবে।
বিকল্প প্রস্তাব: কেন্দ্রটি পরিবর্তন করে পুনরায় নিজ বিদ্যালয়ে অথবা পার্শ্ববর্তী আহমদিয়া কলেজে বহাল রাখতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, "বোর্ডের এই আকস্মিক সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তবে সরকারি সিদ্ধান্তের বাইরে আমাদের করার কিছু নেই।"
রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ মোস্তফা হোসেন জানান, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা জানান, উদ্ভূত পরিস্থিতির সুন্দর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।