বাকেরগঞ্জ প্রতিনিধি :
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার কে.এম সোহেল রানা। ডিসেম্বর ২০২৫ মাসের কর্মদক্ষতা মূল্যায়ন করে তাকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি বরিশাল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম শ্রেষ্ঠ ওসি হিসেবে কে.এম সোহেল রানার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে বাকেরগঞ্জ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার এবং দ্রুত অপরাধ উদ্ঘাটনে মুন্সিয়ানা দেখিয়েছেন কে.এম সোহেল রানা। বিশেষ করে সাধারণ মানুষের সাথে পুলিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করায় তিনি জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ঠত্বের এই গৌরব অর্জন করেন।
সম্মাননা গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় ওসি কে.এম সোহেল রানা বলেন, "এই স্বীকৃতি আমাকে জনগণের সেবায় আরও বেশি দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। এই অর্জনের প্রকৃত কৃতিত্ব বাকেরগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্য এবং এলাকাবাসীর, যাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে পারছি।"
উল্লেখ্য, বরিশাল জেলা পুলিশের নিয়মিত মাসিক মূল্যায়নের ভিত্তিতে পেশাদারিত্ব ও কর্মদক্ষতা পর্যালোচনা করে প্রতি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়।