শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি: আসন্ন গণভোট উৎসবমুখর পরিবেশে সফল করার লক্ষ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সরাসরি উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।
পৌরবাসীকে ভোটকেন্দ্রে উৎসাহিত করতে এদিন প্রশাসক রুমানা আফরোজ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনসমাগমস্থলে পথসভা করেন। তিনি নিজে সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করেন। এ সময় তাঁর সঙ্গে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরাও সক্রিয়ভাবে প্রচার অভিযানে অংশ নেন।
প্রচারণা চলাকালীন পৌর প্রশাসক ও ইউএনও রুমানা আফরোজ বলেন,
"গণভোট আমাদের গণতান্ত্রিক অধিকার ও অন্যতম প্রধান নাগরিক দায়িত্ব। পৌরবাসী যাতে কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন এবং নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমরা এই বিশেষ প্রচারভিযান চালাচ্ছি।"
তিনি আরও জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিটি নাগরিকের কাছে সঠিক তথ্য ও লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করাই প্রশাসনের মূল উদ্দেশ্য।
সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের এই প্রচার কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। লিফলেট বিতরণ ও পথসভাগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, প্রশাসনের এই সরাসরি প্রচারণা ভোটারদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আগামী গণভোটে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করবে।