আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর ইমান আলী সরকার দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়নে এগিয়ে এসেছেন রাজশাহী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। মাদ্রাসাটির নতুন ক্লাসরুম নির্মাণের জন্য প্রয়োজনীয় বালু সরবরাহ করার মাধ্যমে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য বালুর প্রয়োজনীয়তার বিষয়টি রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার-কে জানানো হয়। তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং চারঘাট–বাঘার গণমানুষের নেতা, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আবু সাঈদ চাঁদ-কে অবহিত করেন।
পরবর্তীতে জননেতা আবু সাঈদ চাঁদের দিকনির্দেশনায় এবং শামীম সরকারের ব্যক্তিগত অর্থায়নে এই বালু সরবরাহ করা হয়। চকরাজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় মাদ্রাসা সংস্কারের এই কার্যক্রমটি বর্তমানে বাস্তবায়িত হচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সহযোগিতা সমাজ গঠনের শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। মানুষের বিপদে ও প্রয়োজনে পাশে দাঁড়ানোই যে প্রকৃত নেতৃত্বের পরিচয়, এই উদ্যোগ তারই প্রতিফলন।
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা ছাত্রদলের এমন ইতিবাচক কর্মকাণ্ড এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে।