মাহফুজুর রহমান সাইমন, শেরপুর: শেরপুর সরকারি মহিলা কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে এক জাঁকজমকপূর্ণ ‘নবীন বরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য শুধু পাঠ্যবই নয়, বরং নিয়মিত অধ্যয়ন, কঠোর শৃঙ্খলা এবং নৈতিকতার চর্চা অপরিহার্য। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।"
বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার পথ নির্দেশ করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ এবং শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দীনা। তাঁরা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান। তিনি নবীনদের স্বাগত জানিয়ে বলেন, "কলেজের নিয়ম-কানুন মেনে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমাদের দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।"
পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আঃ বাছেত। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।