মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার | ১২ জানুয়ারি, ২০২৬
জয়পুরহাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা এবং নগদ টাকাসহ চম্পা রানী (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) শহরের বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃত চম্পা রানী ওই এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী। অভিযানকালে তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন:
মেজর ওয়াজেদুল ইসলাম: ক্যাম্প কমান্ডার, জয়পুরহাট সেনাবাহিনী।
রাজীব কুমার বিশ্বাস: সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আনিছুর রহমান: ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জয়পুরহাট সদর থানা।
আসাদুজ্জামান: ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে জয়পুরহাটে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। যাদের কাছে অবৈধ অস্ত্র আছে বা যারা রাষ্ট্রবিরোধী ও মাদক সংক্রান্ত কর্মকাণ্ডে লিপ্ত, তাদের নির্মূল করাই এই অভিযানের লক্ষ্য।
তিনি আরও বলেন, "আটককৃত চম্পা রানী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"