মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক নেতা কামরুল হাসান টুটুলের নেতৃত্বে বিএনপির বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক স্বতন্ত্র প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা আসাদুল ইসলাম আজাদের পক্ষে যোগদান করেছেন।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে মধুপুর উপজেলার মির্জাবাড়ীর ফাজিলপুরে স্বতন্ত্র প্রার্থী অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদের নিজ বাসভবন প্রাঙ্গণে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যোগদান অনুষ্ঠানে আসা নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম আজাদকে বিজয়ী করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন। বিপুল সংখ্যক কর্মীর এই দলবদল নির্বাচনী এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মী ও সমর্থকদের ফুল দিয়ে বরণ করে নেন স্বতন্ত্র প্রার্থী অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন আজাদ সমর্থক গোষ্ঠী মধুপুর-ধনবাড়ীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
বরণ শেষে স্বতন্ত্র প্রার্থী আজাদ বলেন, জনগণের ভালোবাসা এবং নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার নির্বাচনী লড়াইয়ে শক্তি জোগাবে।