নিজস্ব প্রতিবেদক, শেরপুর | ১৩ জানুয়ারি, ২০২৬
শেরপুর সদর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার অবসান হয়েছে। ভিন্ন ধর্মে প্রেম ও পরিবারের বাধা সইতে না পেরে বিষপান করা প্রেমিক যুগলের মধ্যে প্রেমিক মনিরের পর এবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সেই খ্রিস্টান তরুণীও।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর মৃত্যু হয়। এর আগে গত ৯ জানুয়ারি শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রেমিক মনির।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১১ নং বলাইয়ের চর ইউনিয়নের জংগলদী নয়াপাড়া গ্রামের মুসলিম তরুণ মনিরের সাথে পার্শ্ববর্তী ঝাউয়েরচর গ্রামের এক খ্রিস্টান তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের এই সম্পর্কের কথা জানাজানি হলে দুই পরিবারই তা মেনে নিতে অস্বীকার করে।
পারিবারিক বাধা, সামাজিক প্রতিবন্ধকতা এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে গত সপ্তাহে প্রেমিক যুগল একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় উভয়কেই উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন দুজনেই।
ভিন্ন ধর্মের এই তরুণ-তরুণীর প্রেম এবং পরবর্তীতে এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসাথে এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আলোচনার সৃষ্টি করেছে।