প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১:৩৫ পি.এম
জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম
মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছাঃ আফরোজা খানম চৌধুরী। তিনি পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন সংলগ্ন ঐতিহ্যবাহী ‘পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফলের ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।
অর্জনের নেপথ্যে শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ বিরল সম্মাননা লাভ করেন। এর আগেও তিনি উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিলেন।
পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন জানান, প্রধান শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু মানদণ্ড অনুসরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে:
-
শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষকতার অভিজ্ঞতা।
-
ডিজিটাল কনটেন্ট প্রস্তুত ও মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার।
-
সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও বিষয়ভিত্তিক দক্ষতা।
-
গবেষণামূলক প্রকাশনা ও নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ।
ব্যক্তিগত পরিচিতি আফরোজা খানম চৌধুরী উপজেলার আওলাই ইউনিয়নের ধলটিকর গ্রামের কৃতি সন্তান এবং মরহুম মশিহর রহমান চৌধুরীর কন্যা। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।
কৃতজ্ঞতা প্রকাশ এই অনন্য অর্জনে মোছাঃ আফরোজা খানম চৌধুরী বিদ্যালয়ের সকল সহকর্মী শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও এলাকার সুধীজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও ত্বরান্বিত করতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত