প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১:২৬ পি.এম
ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বালু পাচার রোধ ও বনসম্পদ সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। রাংটিয়া রেঞ্জের গজনী ও আশপাশের এলাকায় রাতব্যাপী পরিচালিত এই অভিযানে একাধিক অবৈধ যানবাহন আটকসহ মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিবরণ গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসে উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (রাংটিয়া রেঞ্জ) তানভীর আহমেদ। অভিযানে অংশ নেন:
-
ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম।
-
ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আব্দুল করিম।
-
গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ এবং বন বিভাগের ফরেস্ট গার্ড ও অন্যান্য কর্মচারীরা।
আটককৃত যানবাহন ও আইনি ব্যবস্থা বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে অবৈধভাবে বালু বহনকারী ২টি মাহিন্দ্র, ৩টি ট্রলি এবং বৈধ চলাচল পাশ (চালান) না থাকায় লাকড়ি বোঝাই ১টি ট্রাক আটক করা হয়। এর মধ্যে ২টি মাহিন্দ্র ও ট্রাকের বিরুদ্ধে ইতিমধ্যে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। অবশিষ্ট ৩টি ট্রলির বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় অবৈধ বালু পাচারের দায়ে আরও ২টি মাহিন্দ্র আটক করে মামলা দায়ের করেছিল বন বিভাগ।
বন বিভাগের বক্তব্য সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ বলেন,
"বন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা সর্বদা কঠোর অবস্থানে রয়েছি।"
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত