আশিকুর রহমান, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি পোশাক কারখানায় রহস্যজনকভাবে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে টঙ্গী বিসিক শিল্প এলাকার ‘গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড’ এবং ‘ব্রাভো অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থদের তাৎক্ষণিকভাবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাভো অ্যাপারেলস লিমিটেড: কারখানার শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদানের কিছুক্ষণ পর পঞ্চম তলায় হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপরই একে একে শ্রমিকরা জ্ঞান হারিয়ে বা অসুস্থ হয়ে পড়তে থাকেন। মুহূর্তে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে যান।
গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড: শ্রমিকদের দাবি, দুই দিন আগেও কয়েকজন অসুস্থ হওয়ায় কারখানা ছুটি দেওয়া হয়েছিল। বুধবার সকালে পুনরায় কাজ শুরু করার পর আবারও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
আচমকা বিপুল সংখ্যক রোগী আসায় হাসপাতালে স্থান সংকুলান নিয়ে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল: এখানে ৩৮ জন চিকিৎসা নিয়েছেন, ১২ জনকে ভর্তি করা হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল: এখানে ৭১ জন শ্রমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ সুলতানা জানান, অধিকাংশ শ্রমিক মূলত ‘প্যানিক অ্যাটাক’ (আতঙ্কজনিত কারণে অসুস্থতা) জনিত সমস্যায় ভুগছেন। কয়েকজনের শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি। তবে শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন বারবার শ্রমিকরা অসুস্থ হচ্ছেন, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।