বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বৈধ প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক।" তিনি আরও আশ্বস্ত করেন যে, আসন্ন গণভোট ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপমা ফারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল।
তানভীর মো. ইশতিয়াক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
তন্ময় হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
আমির খশরু গাজী, উপজেলা নির্বাচন অফিসার।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তাদের মতামত তুলে ধরেন। উপস্থিত ছিলেন:
বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রতিনিধি মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান।
জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থীর পক্ষে প্রতিনিধি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে প্রতিনিধি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া।
এছাড়াও বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।