রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার (দিনগত) রাত ৩টার দিকে উপজেলার সিম্বা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিম্বা বাজারের একটি হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে বাজারের আব্দুল বারিক টুকুর মুদি দোকান ও মোজাফ্ফর আকন্দের চায়ের দোকান এবং দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মুদি দোকান মালিক আব্দুল বারিক টুকুর ছেলে সৈকত বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত আনুমানিক ৩টার দিকে খবর পাই, আমাদের টিনের তৈরি মুদি দোকান ও পাশের মোজাফ্ফরের চায়ের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, পাশের হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে খবর দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা হোটেলের রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।