মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (পরাণপুর-কাঁকড়াপাড়া) বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম বিএসসি এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবু হানিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ
উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মোশারেফ
সংবর্ধিত প্রবাসীবৃন্দ:
সোলায়মান হাজী, ইমাম হোসেন, ইসমাইল হোসেন জিয়া, নূরুল ইসলাম সোহাগ, জহিরুল ইসলাম, নুর আলম, আবু তাহের, ইসমাইল হোসেন ভূঁইয়া, আবুল হোসেন, ইব্রাহিম, সাইফুল ইসলাম, সুমন রানা, রবিউল ইসলাম শুভ, সাইফুল ইসলাম শিবলু, মিজানুর রহমান, ইব্রাহিম ভূঁইয়া, বেল্লাল হোসাইন, শেখ ফরিদ বাদশা, বশির আহমেদ, হাবিবুর রহমান, আবদুল্লাহ।
উপস্থিত নেতৃবৃন্দ:
শহীদ উল্লাহ মেম্বার, জসিম উদ্দিন, ইউনুছ সরকার, মনির হোসেন শুভসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা, প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড-১৯ মহামারির সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও প্রবাসীরা নেতাকর্মীদের পাশে থাকবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।