মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার উদ্যোগে সানন্দবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুর ১টায় দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে এসব গাছ বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি মতিউর রহমান আকন্দ,
সেক্রেটারি নাজমুল হক,
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরআমখাওয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা,
অথেনটিক সেন্ট্রাল স্কুলের সিনিয়র শিক্ষক তোফায়েল আহমেদ,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুর রহমান,
এছাড়াও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা পরিবেশ রক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।