মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
২০২৪-২০২৫ অর্থবছরে অবৈধ বালু উত্তোলন রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (২৯ জুন) বিকেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান তাকে এই সম্মাননা পদক তুলে দেন।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়ে আমি খুবই খুশি। এটি আমার কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এই সম্মাননা আমি আমার উপজেলা ঝিনাইগাতীর সব শ্রেণী ও পেশার মানুষদের উৎসর্গ করছি। তাদের সহযোগিতার কারণেই আমি সফল হয়েছি।”
তিনি আরও বলেন, “জেলা প্রশাসন ও উপজেলাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিটি কাজ সাফল্যের সাথে সম্পন্ন করতে পেরেছি। এই সম্মাননা আমার জন্য গর্বের বিষয়।”
ঝিনাইগাতী উপজেলার এই ইউএনওর অর্জনে জেলা প্রশাসন ও স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।