শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বিদ্যালয়ের আয়ের হিসাব ম্যানেজিং কমিটিকে না দিয়ে নিজের ইচ্ছেমতো ব্যয় করেছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি ও বিভিন্ন অজুহাতে টাকা আদায় করে আসছেন দীর্ঘদিন ধরে।
এমনকি এক বেসরকারি এনজিও বিনামূল্যে হেপাটাইটিস বি টিকা দিলেও প্রধান শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ আরও রয়েছে, নিজের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা আড়াল করতে ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি এইচএম সোহাগের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়াচ্ছেন প্রধান শিক্ষক আনিসুর রহমান।
বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “আমি লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি অবগত হয়েছি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিদ্যালয়ের সভাপতি এইচএম সোহাগ বলেন, “আমি প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করছি। দুর্নীতিবাজ প্রধান শিক্ষক তার অনিয়ম আড়াল করতে আমার বিরুদ্ধে জাল সনদের অভিযোগ এনে মানহানির চেষ্টা করছেন। আমি চাই বিদ্যালয়টি সঠিকভাবে সরকারি নিয়ম অনুযায়ী পরিচালিত হোক এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”