মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পরিবেশ দূষণকারী হিসেবে চিহ্নিত ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগ কর্তৃক প্রায় ১৬ শ ইউক্যালিপটাস ও আকাশমণি চারা আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম চারা ধ্বংস কার্যক্রমে নেতৃত্ব দেন।
এ সময় স্থানীয় নার্সারি মালিক ও সাধারণ মানুষকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতন করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এসব চারা উৎপাদন বা বিক্রির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা এবং নার্সারি মালিকরা।