সাইফুল আলম দুলাল, স্টাফ রিপোর্টার:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর হাওড়ের কাঞ্জারখালে প্লাস্টিকের বস্তায় ভরা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের পর অবশেষে তার পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৫)। তিনি নেত্রকোণার মদন উপজেলার কুলিহাটী পশ্চিম পাড়া আড়গিলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে স্থানীয়ভাবে পরিচিত ‘দুগদুইল্লে ঘাট’ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। মরদেহের সঙ্গে একটি প্লাস্টিকের বস্তায় ইট পাওয়া গেছে, যা দেখে ধারণা করা হচ্ছে—রাসেলকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে পানিতে তলিয়ে দেওয়া হয়েছিল। পরে মরদেহ ফুলে উঠে পানিতে ভেসে আসে।
রাসেলের বাবা আবুল হোসেন জানান, গত সোমবার (৩০ জুন) দুপুর থেকে রাসেল নিখোঁজ ছিল। সে অটোরিকশা চালাত এবং নিখোঁজ হওয়ার সময়ও তার সঙ্গে অটোরিকশাটি ছিল। নিখোঁজের পর মদন থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
খবর পেয়ে রাসেলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।