1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী পেলেন ঘর তৈরির ঢেউটিন, সহায়তায় স্বপন ফকির রাণীনগরে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি জাকির, সম্পাদক টনি নির্বাচিত বরিশাল সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের শহিদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ঝিনাইগাতীতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল বাঘায় উদ্দীপনের উদ্যোগে দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত “সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে” — জহির উদ্দিন বাবর টঙ্গীতে ঐতিহ্যবাহী দিঘী ও মাঠ রক্ষায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি, ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি তেঁতুলিয়ায় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এডিশনাল ডিআইজির মতবিনিময়: মাদক, চোরাচালান ও নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু

“দক্ষিণ অঞ্চলবাসী যোগ্য নেতৃত্ব পেয়েছে” — আবুল হোসেন খান

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

বাকেরগঞ্জ প্রতিনিধি (বরিশাল):
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল, ২ জুলাই, বুধবার। দীর্ঘ দুই সপ্তাহের সাজসজ্জা আর অপেক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন পরিণত হয় এক মহাসমাবেশে। পটুয়াখালী জেলা ও আশপাশের এলাকাজুড়ে রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণ তৈরির মাধ্যমে সাজানো হয় পুরো জনপদ। নেতাকর্মীদের মুখে ছিল উৎসবের উচ্ছ্বাস।

ত্রিবার্ষিক এ সম্মেলনে প্রায় তিন সহস্রাধিক নেতা-কর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

সকাল ১০টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে সম্মেলনের কার্যক্রম। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় পটুয়াখালী জেলা বিএনপির নতুন নেতৃত্ব। সভাপতি নির্বাচিত হন স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, “পটুয়াখালী দক্ষিণ একটি গুরুত্বপূর্ণ জেলা। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক অত্যন্ত কর্মীবান্ধব এবং জনগণের কাছে গ্রহণযোগ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দক্ষিণ অঞ্চলবাসী এবার সত্যিকার অর্থেই যোগ্য নেতৃত্ব পেয়েছে।”

উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন—এই নেতৃত্ব আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চার করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট