1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী পেলেন ঘর তৈরির ঢেউটিন, সহায়তায় স্বপন ফকির রাণীনগরে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি জাকির, সম্পাদক টনি নির্বাচিত বরিশাল সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের শহিদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ঝিনাইগাতীতে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল বাঘায় উদ্দীপনের উদ্যোগে দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত “সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে” — জহির উদ্দিন বাবর টঙ্গীতে ঐতিহ্যবাহী দিঘী ও মাঠ রক্ষায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি, ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি তেঁতুলিয়ায় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এডিশনাল ডিআইজির মতবিনিময়: মাদক, চোরাচালান ও নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু

রংপুরে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভা: জনগণের জাগরণে নতুন পরিবর্তনের আহ্বান

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার

রংপুরে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভা। শুক্রবার (৪ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় দলের শীর্ষ নেতারা আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক ষড়যন্ত্র, গণঅভ্যুত্থান ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে জনসভাস্থলে। মাঠ উপচে সড়কে ছড়িয়ে পড়ে লোকসমাগম। জুমার নামাজের পর থেকেই শুরু হয় সভার আনুষ্ঠানিকতা, যদিও আনুষ্ঠানিক সময় ছিল বিকেল ৩টা।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আগামী নির্বাচনকে ঘিরে বহু ষড়যন্ত্র, ইঞ্জিনিয়ারিং ও অপপ্রয়াস চলছে। অতীতে শেখ হাসিনার হাতে প্রশাসন, বাহিনী, ক্ষমতা—সবই ছিল। কিন্তু জনগণের বিস্ফোরণের মুখে কিছুই টিকিয়ে রাখতে পারেননি। তাই এখনকার জনগণ আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ইনশাআল্লাহ।”

চার দফা দাবিতে আয়োজিত এই জনসভায় উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল—জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার, ও নির্বাচনের পূর্বশর্ত হিসেবে দলীয় সরকারের অবসান।

   বক্তারা আরও যেসব বিষয় তুলে ধরেন:

  • রাষ্ট্রের শাসনব্যবস্থায় ন্যায়ের প্রতিষ্ঠা

  • সৎ নেতৃত্ব ও আল্লাহর আইন বাস্তবায়নের দাবি

  • দমন-পীড়নের অবসান ও রাজনৈতিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা

নারীদের জন্য পৃথকভাবে বক্তব্য শোনার ব্যবস্থা রাখা হয়। জনসভায় উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার, এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি ও নেতৃবৃন্দ।

দুপুর ২টার দিকে বিভাগীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকাল থেকেই হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

   জনসভায় উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ:

  • এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য (প্রধান বক্তা)

  • অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি

  • অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি

  • মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল

  • নুরুল ইসলাম বুলবুল, ঢাকা দক্ষিণের আমির

  • মোহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের আমির

  • মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান

  • ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম

এছাড়াও রংপুর বিভাগের আট জেলার জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা বক্তব্য রাখেন। পুরো মাঠে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও জাতীয় পতাকায় ছেয়ে যায়। স্লোগানে মুখরিত হয়ে উঠে জনসভাস্থল—“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”।

দলীয় নেতারা বলেন, “এই জনসভা কেবল সমাবেশ নয়, এটি আগামী পরিবর্তনের বার্তা।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট