1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

রাজশাহীতে সাংবাদিককে হত্যা হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা
পুঠিয়া উপজেলায় সংবাদ প্রকাশের পর সাংবাদিক রকিবুল হাসান রকিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তদন্ত চলছে।

পুঠিয়া উপজেলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রকিবুল হাসান রকিকে বিভিন্ন হুমকি ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা, সাধারণ ডায়েরিতে অভিযোগ।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে হত্যার হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩ নভেম্বর পুঠিয়া থানায় এবং মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ৬ নভেম্বর বোয়ালিয়া থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক হলেন রকিবুল হাসান রকি (২৪), পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি বর্তমানে জাতীয় দৈনিক ‘সময়ের আলো’ ও স্থানীয় দৈনিক ‘সানশাইন’ পত্রিকায় দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

সাংবাদিক জানান, গত ২৫ অক্টোবর তিনি জাতীয় দৈনিক সময়ের আলো ও স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকায় “হঠাৎ ধনী রিকশা চালক আবুল” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে পুঠিয়া উপজেলার পালোপাড়া সমাজের মোড় এলাকার বাসিন্দা আবুল হোসেনের সম্পদের উৎস ও প্রতারণার ঘটনা তুলে ধরা হয়। এতে বলা হয়, আবুল প্রতারণার মাধ্যমে মোল্লা সাইফ উল মোবারকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের পর অভিযুক্ত আবুল হোসেন ও মোল্লা সাইফ উল মোবারকের মধ্যে ৫ নভেম্বর স্থানীয় বিএনপি নেতা হান্নানের মুরগির দোকানে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১৪ লক্ষ টাকায় আপস-মীমাংসা হয়।

তবে প্রতিবেদনের পর থেকেই অভিযুক্ত পক্ষ সাংবাদিককে নানাভাবে হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। এছাড়া, আপসনামায় মনগড়া তথ্য সংযোজন করে সাংবাদিকের নাম জড়িয়ে দেওয়া হয়েছে, যা প্রমাণহীন। স্থানীয়রা বলছেন, শুধুমাত্র সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক রকিবুল হাসান রকি বলেন,

“সংবাদ প্রকাশের পর থেকে আমি নিয়মিত হুমকি পাচ্ছি। আমি বাড়ির আশপাশে অপরিচিত লোকজন দেখে ভয়ের মধ্যে আছি। প্রশাসনের কাছে আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন,

“সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ফাঁসানোর বৃথা চেষ্টা কোনো ফল দেবে না। তবে প্রকাশিত সংবাদ, ভুক্তভোগী মোল্লা সাইফ উল মোবারক ও সংশ্লিষ্ট ক্যামেরাপার্সনের বিষয়টি তদন্ত করা প্রয়োজন।”

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানিয়েছেন, অভিযোগসহ বিষয়গুলো পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট