শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হেরোইন সেবন এবং বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহারের অভিযোগে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে শহরের নারায়ণপুর ও সজবরখিলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নারায়ণপুর মহল্লায় অভিযান চালিয়ে মাদকসেবী ও কুখ্যাত মাদক কারবারি মোঃ আরাফাত (২৪)–কে হেরোইন ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক করা হয়। আদালত তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, সজবরখিলা মহল্লার উত্তরা হাসপাতালের পেছনে অভিযান চালিয়ে হেরোইন সেবনের সময় মোঃ শাওন (২১) ও মোঃ সাখাওয়াত (২৪)–কে হাতেনাতে আটক করা হয়। আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আটককৃতদের পরবর্তীতে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।