গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক পাপুল সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলা যুব জামায়াত সভাপতি শামিম হোসেন ও আহসান হাবিব হিন্দোলসহ অজ্ঞাতনামা ৩–৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
৮ জুলাই (বুধবার) ভুক্তভোগী সাংবাদিক পাপুল সরকার নিজেই বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন (মামলা নং ১৫, তারিখ ৮/৭/২০২৫)।
এর আগে, গত ৫ জুলাই রাতে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, যুব জামায়াত সভাপতি শামিম ও অপর নেতা আহসান হাবিব হিন্দোলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ক্লাব ভবনে ঢুকে মব সৃষ্টি করে সাংবাদিক পাপুল সরকারকে বেদম মারধর করে।
এই ঘটনাকে কেন্দ্র করে গাইবান্ধা জেলা ও পলাশবাড়ী উপজেলা সাংবাদিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি ঘোষণার পর মামলা দায়ের হয়।
সাংবাদিক মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। ঘটনাটি বর্তমানে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।