শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে গাছ থেকে পড়ে জাকির মীরা (৪৫) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলসকাঠী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির মীরা পেশায় একজন দিনমজুর ছিলেন। স্থানীয়ভাবে তিনি গাছ কাটার কাজ করতেন এবং লটভিত্তিক গাছ কাটার চুক্তিতে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি একটি বড় গাছ কাটতে গিয়েছিলেন। কাজ করার একপর্যায়ে ভারসাম্য হারিয়ে গাছ থেকে নিচে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহতাব এহসান তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, “নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন এবং জেলা প্রশাসকের অনুমতি অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, জাকির মীরা ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। হঠাৎ এমন মৃত্যুতে তার পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এই দুর্ঘটনা আবারও শ্রমিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে ভাবার তাগিদ দিচ্ছে। বিশেষ করে গাছ কাটার মতো ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম এবং পর্যাপ্ত তদারকি ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন স্থানীয় সচেতন মহল।