আশিকুর রহমান, গাজীপুর থেকে:
গাজীপুরের টঙ্গীতে ঐতিহ্যবাহী দত্তপাড়া দিঘী ও মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে টঙ্গী শহরের প্রাণকেন্দ্র দত্তপাড়া দীঘিরপাড় মাঠের সামনে এই কর্মসূচির আয়োজন করে ‘টঙ্গী সচেতন ছাত্র ও যুব সমাজ’।
বক্তারা অভিযোগ করেন, সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও দিঘী ও মাঠের জায়গা ভূমিদস্যুরা দখলের চেষ্টা করছে। বিশেষভাবে বেক্সিমকো গ্রুপের কিছু অংশ নাকি একটি প্রভাবশালী মহলের সহায়তায় বেচাকেনার প্রক্রিয়ায় রয়েছে। এতে ঐতিহ্য হারানোর পাশাপাশি স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার একমাত্র উন্মুক্ত স্থানটিও হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী, যুবক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বলেন,
“দিঘী ও মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি আমাদের ইতিহাস, আবেগ, শৈশবের স্মৃতি এবং প্রাকৃতিক পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। খেলার মাঠ না থাকলে মাদক ও অপরাধের পথে ঝুঁকবে নতুন প্রজন্ম।”
তারা জোর দাবি জানান, অবিলম্বে দিঘী ও মাঠ থেকে অবৈধভাবে মজুতকৃত ইট, বালু ও নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হোক এবং সকল দখলদারকে উচ্ছেদ করে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করা হোক।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে আয়োজকরা বলেন,
“মাঠ দে নয়তো মাদক দে—এই স্লোগান শুধু প্রতিবাদের ভাষা নয়, বরং একটি বাস্তব সামাজিক সতর্কবার্তা। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ ব্যবস্থা।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,
“যদি অনতিবিলম্বে দখলদারদের উচ্ছেদ না করা হয়, তাহলে জনসম্পৃক্ত আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হবে মাঠ রক্ষার দাবিতে।”
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে শত শত মানুষ স্বাক্ষর করে তাদের সমর্থন জানান। আয়োজকরা জানান, তারা শিগগিরই এই দাবিগুলো নিয়ে লিখিতভাবে প্রশাসন, সিটি কর্পোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করবেন।
স্থানীয়রা মনে করছেন, টঙ্গীর মতো জনবহুল এলাকায় উন্মুক্ত খেলার মাঠ রক্ষা করা শুধু বিনোদনের জন্য নয়, বরং সুস্থ সমাজ গঠনের জন্য অপরিহার্য। দিঘী ও মাঠ রক্ষা হলে তা হবে টঙ্গীবাসীর জন্য একটি বড় জয়।