আবুল হাশেম
রাজশাহী ব্যুরো :
রাজশাহীর বাঘায় দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান ও শিক্ষা সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার উদ্দীপন এনজিও’র বাঘা শাখা কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
‘উন্নত সমাজ গঠনে শিক্ষা সহায়তা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক সুখী পান্ডে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদ্দীপনের বাঘা শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ফাস্ট প্রোগ্রাম অ্যান্ড মেডিকেল অফিসার মোঃ আবুল বাসার। এছাড়া অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম নিজেই।
সেমিনারে উপস্থিত ছিলেন বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস শুকুর, যিনি শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং আইনগত সচেতনতাবিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। সমাজের অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীরা যাতে এই অধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। উদ্দীপনের এমন উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার একটি বাস্তব রূপ। তারা আরও বলেন, শুধু সরকারি নয়, বেসরকারি সংস্থার সহায়তাও শিক্ষার আলো ছড়াতে বড় ভূমিকা রাখতে পারে।
উদ্দীপনের বাঘা শাখা ব্যবস্থ