আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
গৃহহীন সুপ্রীয়া ম্রী’র আশ্রয়ের স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের এই অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন ধনবাড়ি-মধুপুর আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির)। তার পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই “মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার” শিরোনামে একটি মানবিক প্রতিবেদন মধুপুর উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সাধারণ সম্পাদক বাবুল রানা তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। সংবাদটি নজরে আসে স্বপন ফকিরের।
পরবর্তীতে তার নির্দেশনায় মধুপুর উপজেলা যুবদলের উদ্যোগে সুপ্রীয়ার জন্য ঢেউটিন সহায়তা পৌঁছে দেওয়া হয়, যাতে তিনি নিরাপদে একটি ঘর নির্মাণ করতে পারেন।
সুপ্রীয়া ম্রী বলেন, “সাংবাদিক বাবুল রানার মাধ্যমে আমি আমার কষ্টের কথা জানাই। আজ স্বপন ফকির সাহেবের সহায়তায় সেই স্বপ্নের ঘরের যাত্রা শুরু হলো। আমি কৃতজ্ঞ স্বপন ফকির সাহেবের প্রতি, আর ধন্যবাদ জানাই বাবুল রানা ভাইকেও।”
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন—মধুপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক কুমার চন্দ্র, যুবদল নেতা আকাশ, ছানোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, রাহাত, সজীব, নজরুলসহ আরও অনেকে।
ঘর পাওয়ার খবরে আবেগাপ্লুত সুপ্রীয়া ম্রী বলেন, “এবার আমি আমার মেয়েকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই পাবো, ইনশাআল্লাহ। এই সহযোগিতা আমার জীবনে এক নতুন আলোর দিশা দিয়েছে।”