সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর বহুল জনপ্রিয় কুটির শিল্প মেলায় লটারি ড্র দুই দিন ধরে প্রকাশ না করায় ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ জনতা। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা আয়োজকদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে একাধিক স্টলে ভাঙচুর চালায়। এতে মেলায় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো মেলায় টিকিট বিক্রি হলেও গত দুই দিন ধরে কোনো লটারি ড্র অনুষ্ঠিত হয়নি। এতে প্রতিদিন আশা নিয়ে টিকিট কাটতে আসা ক্রেতারা ক্ষোভে ফেটে পড়েন। কেউ কেউ দাবি করেন, লটারির ফলাফল গোপন রেখে আয়োজকরা নিজেদের লোকজনকে পুরস্কার দেওয়ার পাঁয়তারা করছেন। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার দিকে ক্ষুব্ধ জনতা লটারির স্টল ঘিরে বিক্ষোভ করতে শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লটারির স্টল ছাড়াও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে স্টলগুলোর মালামাল ভাঙচুর হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে।
খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের একজন কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেলার আয়োজক কর্তৃপক্ষ ঘটনার পর এখনও পর্যন্ত গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি। তবে স্থানীয় সচেতন মহল বলছে, লটারির বিষয়টি যদি স্বচ্ছভাবে পরিচালিত হতো, তবে এই ধরনের পরিস্থিতি এড়ানো যেত।
প্রসঙ্গত, নীলফামারীর এই কুটির শিল্প মেলা প্রতিবছর অনুষ্ঠিত হয় স্থানীয় হস্তশিল্প ও পণ্যের প্রচার এবং বিক্রয়ের লক্ষ্যে। প্রতি বছর হাজারো দর্শনার্থী এই মেলায় অংশ নেন। তবে লটারিকে কেন্দ্র করে এমন বিশৃঙ্খলা এবারই প্রথম দেখা গেল, যা মেলার ভাবমূর্তি ও জনআস্থায় বড় ধাক্কা বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।