1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে সড়ক সংস্কারে নিষ্ক্রিয়তার প্রতিবাদে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজা অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা! ইউপি সদস্যের জামাইয়ের নম্বরে তুলা হচ্ছে টাকা পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে নাগরিক ফোরামের মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুরে জুলাই মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নালিতাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ সাবেক চেয়ারম্যানের বৃদ্ধা মা শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ের সঞ্চয়পত্র বিতরণ পাঁচবিবিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোটি টাকার বেহাত সম্পত্তি উদ্ধার করলেন সহকারী কমিশনার (ভূমি) রংপুরে জলমহল দখল করে মাছ বিক্রি ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ, থানা-পুলিশে অভিযোগ দায়ের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই সদস্য আটক বরিশালের বাকেরগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে সিপিআর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীতে কুটির শিল্প মেলায় লটারি ড্র না হওয়ায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, কারচুপির অভিযোগ

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
নীলফামারীতে কুটির শিল্প মেলায় লটারি ড্র না হওয়ায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, কারচুপির অভিযোগ

সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর বহুল জনপ্রিয় কুটির শিল্প মেলায় লটারি ড্র দুই দিন ধরে প্রকাশ না করায় ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ জনতা। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা আয়োজকদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে একাধিক স্টলে ভাঙচুর চালায়। এতে মেলায় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো মেলায় টিকিট বিক্রি হলেও গত দুই দিন ধরে কোনো লটারি ড্র অনুষ্ঠিত হয়নি। এতে প্রতিদিন আশা নিয়ে টিকিট কাটতে আসা ক্রেতারা ক্ষোভে ফেটে পড়েন। কেউ কেউ দাবি করেন, লটারির ফলাফল গোপন রেখে আয়োজকরা নিজেদের লোকজনকে পুরস্কার দেওয়ার পাঁয়তারা করছেন। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যার দিকে ক্ষুব্ধ জনতা লটারির স্টল ঘিরে বিক্ষোভ করতে শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লটারির স্টল ছাড়াও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে স্টলগুলোর মালামাল ভাঙচুর হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে।

খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের একজন কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেলার আয়োজক কর্তৃপক্ষ ঘটনার পর এখনও পর্যন্ত গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি। তবে স্থানীয় সচেতন মহল বলছে, লটারির বিষয়টি যদি স্বচ্ছভাবে পরিচালিত হতো, তবে এই ধরনের পরিস্থিতি এড়ানো যেত।

প্রসঙ্গত, নীলফামারীর এই কুটির শিল্প মেলা প্রতিবছর অনুষ্ঠিত হয় স্থানীয় হস্তশিল্প ও পণ্যের প্রচার এবং বিক্রয়ের লক্ষ্যে। প্রতি বছর হাজারো দর্শনার্থী এই মেলায় অংশ নেন। তবে লটারিকে কেন্দ্র করে এমন বিশৃঙ্খলা এবারই প্রথম দেখা গেল, যা মেলার ভাবমূর্তি ও জনআস্থায় বড় ধাক্কা বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট