শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি:
বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় আন্তর্জাতিক সংস্থা সিআইপিআরবি (সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরা।
প্রশিক্ষণ পরিচালনা করেন সিআইপিআরবি’র প্রাথমিক সেবা বিষয়ক মাস্টার ট্রেইনার সামসুন নাহার। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল—পানিতে ডুবে যাওয়া ব্যক্তি বা শিশুকে দ্রুত সময়ে সিপিআর পদ্ধতির মাধ্যমে কিভাবে বাঁচানো যায়, সেই জীবন রক্ষাকারী প্রাথমিক কৌশলগুলো সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবি’র উপ-পরিচালক মোঃ আবুল বরকাত, ডেপুটি ম্যানেজার ফারহানা ফেরদৌস, এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ মোতাহের হোসাইন এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
বিশেষভাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সাংবাদিক বায়েজিদ বাপ্পি, আবুল বাসার, জাহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম সুজন, গাজী কবির আহমেদ, নিলুফা ইয়াসমিন তানিয়া, কামাল মৃধা, জহিরুল ইসলাম, মাইনুল ইসলাম, বেল্লাল হোসেন, জাহিদ রায়হান ও সানি প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদানকারী সামসুন নাহার বলেন, “প্রতিদিনই আমাদের আশেপাশে ছোট-বড় পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটছে। গণমাধ্যম কর্মীরা মাঠপর্যায়ে বিভিন্ন দুর্ঘটনা কাভার করেন। তাই সঠিক সময়ে সিপিআর পদ্ধতি জানা থাকলে সাংবাদিকরাও জরুরি মুহূর্তে কারো প্রাণ বাঁচাতে পারেন।”
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের হাতে-কলমে সিপিআর পদ্ধতি, বুক চেপে দেওয়া, মুখে মুখ দিয়ে শ্বাস দেওয়া, পালস পরীক্ষা, এবং দুর্ঘটনার পর প্রাথমিক করণীয় সম্পর্কে শেখানো হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ প্রশিক্ষণটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
এ সময় অতিথিরা বলেন, “পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক সেবা ও সিপিআর প্রশিক্ষণ সারাদেশে ছড়িয়ে দেওয়া জরুরি। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এই বার্তা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, সিআইপিআরবি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় শিশু ও জনসাধারণের নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।