মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, পাঁচবিবি (জয়পুরহাট):
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে দীর্ঘ ৩৫ বছর ধরে বেহাত থাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রায় কোটি টাকার সরকারি জমি অবশেষে উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।
রবিবার (২০ জুলাই) দুপুরে তিনি সরেজমিনে উপস্থিত থেকে মাপজোখ করে জমিটি দখলমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, ভেটেরিনারি সার্জন ডা. ফয়সাল রাব্বী, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিনধারা মৌজার ১৯২নং খতিয়ানভুক্ত, জেএএল ২৭৮ দাগের ১ একর ১ শতক জমিটি দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর যাবত বেদখল অবস্থায় ছিল। ঐ সময় থেকে জমিটি মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ স্থানীয়দের মাঝে লিজ দিয়ে আসছিল এবং লিজ বাবদ প্রাপ্ত অর্থ ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা করছিল।
পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী দায়িত্ব গ্রহণের পর খতিয়ান ঘেঁটে জমিটির মালিকানা প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে থাকার বিষয়টি নিশ্চিত হন। এরপরই তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় জমি উদ্ধারের কার্যক্রম শুরু করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জমিটি পুনরুদ্ধার করেন। সহকারী কমিশনারের নেতৃত্বে সার্ভেয়ার টিম মাপযোগ করে জমির দখল বুঝিয়ে নেয়।
সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, “জমিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের, তা আমাদের জানা ছিল না। তাই পূর্ববর্তী নিয়ম অনুসারে ইউনিয়ন পরিষদ লিজ দিয়ে আসছিল। এখন মালিকানা স্পষ্ট হয়েছে, ভবিষ্যতে আর এমন হবে না।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, “দীর্ঘদিন বেহাত থাকা এই সরকারি জমি উদ্ধারে উপজেলা প্রশাসন সহযোগিতা করেছে। এখন এটি অধিদপ্তরের প্রকল্প বা স্থাপনা নির্মাণে ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।”
প্রসঙ্গত, চলতি মাসের ৩ জুলাইও সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন ইউএনও রোমানা রিয়াজের নির্দেশে ধরঞ্জী ইউনিয়নের বিলীন হয়ে যাওয়া ৩.৫ কিমি রাস্তা উদ্ধার করে নজির স্থাপন করেন, যা বর্তমানে চলাচলের উপযোগী করার কাজ চলছে।
পাঁচবিবিতে সরকারি সম্পত্তি রক্ষায় এই ধরণের প্রশাসনিক সাহসী পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং জনপ্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।