1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে সড়ক সংস্কারে নিষ্ক্রিয়তার প্রতিবাদে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজা অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা! ইউপি সদস্যের জামাইয়ের নম্বরে তুলা হচ্ছে টাকা পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে নাগরিক ফোরামের মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুরে জুলাই মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নালিতাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ সাবেক চেয়ারম্যানের বৃদ্ধা মা শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ের সঞ্চয়পত্র বিতরণ পাঁচবিবিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোটি টাকার বেহাত সম্পত্তি উদ্ধার করলেন সহকারী কমিশনার (ভূমি) রংপুরে জলমহল দখল করে মাছ বিক্রি ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ, থানা-পুলিশে অভিযোগ দায়ের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই সদস্য আটক বরিশালের বাকেরগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে সিপিআর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নিচ্ছেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা.
জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নিচ্ছেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা.

শেরপুর, ২০ জুলাই ২০২৫ (রবিবার) :
জুলাই মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও সমন্বয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. হাফিজা জেসমিনসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “উন্নয়ন শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, এটি জনগণের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরসমূহকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।” তিনি অংশগ্রহণকারীদের জবাবদিহিতামূলক প্রশাসন গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতের কর্মকাণ্ডের অগ্রগতি এবং সমস্যাবলী উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক প্রস্তাবিত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আলোচনা শেষে ভবিষ্যতে আরো কার্যকরী উন্নয়ন সমন্বয় নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট