শেরপুর, ২০ জুলাই ২০২৫ (রবিবার) :
জুলাই মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও সমন্বয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. হাফিজা জেসমিনসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “উন্নয়ন শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, এটি জনগণের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরসমূহকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।” তিনি অংশগ্রহণকারীদের জবাবদিহিতামূলক প্রশাসন গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতের কর্মকাণ্ডের অগ্রগতি এবং সমস্যাবলী উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক প্রস্তাবিত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আলোচনা শেষে ভবিষ্যতে আরো কার্যকরী উন্নয়ন সমন্বয় নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।