সড়ক সংস্কারে বিলম্ব হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রফিকুল ইসলামের
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা-কয়রা সড়কের করুণ অবস্থা ও দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২০ জুলাই) উপজেলার কপিলমুনিতে এ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ রফিকুল ইসলাম রফিক।
প্রথমে কপিলমুনিতে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রা মেইন সড়কের জরাজীর্ণ অবস্থা তুলে ধরে মুছির পুকুর সংলগ্ন সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সড়কের খানাখন্দে ভরা পথের দুরবস্থা দীর্ঘদিন ধরে চলমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ সাদেকুজ্জামান এবং সঞ্চালনা করেন এডভোকেট সরোয়ার মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন, “বাক সরলীকরণের নামে পাইকগাছা-কয়রা মেইন সড়কের যে করুণ চিত্র সৃষ্টি হয়েছে তা মেনে নেওয়া যায় না। দ্রুততম সময়ে এই সড়ক সংস্কার করা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
হুমায়ূন কবির, সাবেক সহ-সভাপতি, জেলা ছাত্রদল
মাওলানা নজরুল ইসলাম, শ্রমিক দল নেতা
এস এম শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক, উপজেলা কৃষকদল
হাবিবুর রহমান হাবিব
জি এম ফারুক হোসেন, সদস্য, সেচ্ছাসেবক দল পাইকগাছা থানা
হাবিল, শান্ত, আমানুর, সদস্য, ইউনিয়ন কৃষকদল
বক্তারা বলেন, একমাত্র এই সড়কই পাইকগাছা ও কয়রার মানুষের জেলা শহরসহ দেশের অন্যান্য স্থানে যাতায়াতের প্রধান মাধ্যম। অথচ বছরের পর বছর এই সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। জনগণের কষ্ট লাঘব করতে দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এসময় এলাকার নানা শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।