1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে সড়ক সংস্কারে নিষ্ক্রিয়তার প্রতিবাদে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজা অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা! ইউপি সদস্যের জামাইয়ের নম্বরে তুলা হচ্ছে টাকা পাইকগাছা-কয়রা সড়ক মেরামতের দাবিতে নাগরিক ফোরামের মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুরে জুলাই মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নালিতাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে রান্নাঘরে আগুন, দগ্ধ সাবেক চেয়ারম্যানের বৃদ্ধা মা শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ের সঞ্চয়পত্র বিতরণ পাঁচবিবিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোটি টাকার বেহাত সম্পত্তি উদ্ধার করলেন সহকারী কমিশনার (ভূমি) রংপুরে জলমহল দখল করে মাছ বিক্রি ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ, থানা-পুলিশে অভিযোগ দায়ের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই সদস্য আটক বরিশালের বাকেরগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে সিপিআর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে সড়ক সংস্কারে নিষ্ক্রিয়তার প্রতিবাদে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজা

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে
রংপুরে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার প্রতিবাদে সাতমাথা এলাকায় তরুণদের ব্যতিক্রমী কর্মসূচি—প্রতীকী গায়েবানা জানাজা
রংপুরে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার প্রতিবাদে সাতমাথা এলাকায় তরুণদের ব্যতিক্রমী কর্মসূচি—প্রতীকী গায়েবানা জানাজা

স্টাফ রিপোর্টার: শরিফা বেগম শিউলী
রংপুর নগরীর ব্যস্ততম সড়ক জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে রয়েছে বেহাল অবস্থায়। খানাখন্দ, ভাঙাচোরা ও জমে থাকা পানিতে চলাচল হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অথচ বারবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও রংপুর সিটি কর্পোরেশন নেয়নি কার্যকর কোনো পদক্ষেপ। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

এই অব্যবস্থাপনা ও উদাসীনতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতে রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতমাথা রেলগেট সংলগ্ন মরিয়ম চক্ষু হাসপাতালের পাশে আয়োজন করা হয় রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজা। এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন এলাকার তরুণ সমাজ।

গায়েবানা জানাজা পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসাছাত্র রাহুল ইসলাম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানভীর ইসলাম, নাঈম হক, মাহিমসহ আরও অনেকে।

সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, “দিনের পর দিন সড়কটির ভয়াবহ অবস্থার কোনো সমাধান হয়নি। সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকলেও তাদের যেন কিছু যায়-আসে না। আমরা মনে করি, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মৃত। তাই তাদের জন্য প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “বিগত সময়েও বিভিন্নভাবে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তারা কেবল আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি।”

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। অথচ দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কার হয়নি। জলাবদ্ধতা, গর্ত আর ভাঙাচোরা রাস্তায় সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্কুলগামী শিশু, বৃদ্ধ ও অসুস্থদের চলাচল তো প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

তরুণদের এই ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরার সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।
এলাকাবাসী দ্রুত এই সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ না এলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট