আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চুরিসহ বিভিন্ন মামলায় পলাতক ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এই অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার আড়পাড়া, কলিগ্রাম এবং আড়ানী এলাকায় অভিযান চালায়। অভিযানে চুরি মামলার দুই আসামি এবং আদালতের জারি করা ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে আটক করা হয়।
আটক তিনজন হলেন—আড়পাড়া এলাকার মোঃ ইস্তা মন্ডলের ছেলে মোঃ নাঈম (৩০), কলিগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ ফারদিন আহম্মেদ সমেন (২৪) এবং আড়ানী চকসিংগা এলাকার মোঃ মকবুলের ছেলে মোঃ জুয়েল আলী (৪৪)। এদের মধ্যে নাঈম ও ফারদিন এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অপরদিকে, জুয়েল আলীর বিরুদ্ধে আদালতে মুলতবি ওয়ারেন্ট থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, “এলাকায় অপরাধ দমনে বাঘা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটককৃতদের মধ্যে নাঈম ও ফারদিন সম্প্রতি কয়েকটি চুরির ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আর ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে ধরতে আলাদা নজরদারি ছিল। অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও বলেন, “আটককৃত তিনজনকে শুক্রবার (২৫ জুলাই) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ছিলেন। পুলিশের এই বিশেষ অভিযান ও অপরাধীদের গ্রেফতারের খবরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
বাঘা থানার এ ধরনের নিয়মিত অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল। তারা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অপরাধ নির্মূলে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানান।