মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাইকে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত ইউএনও মো. আবদুল হাই, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পরিমল সরকারসহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তার সফল কর্মজীবন কামনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে উপজেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাবৃন্দ নবাগত ইউএনও মো. আবদুল হাইকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এ সময় ইউএনও সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।









