মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাযিল (ডিগ্রী) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওবায়েদুল ইসলামকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
সম্প্রতি স্থানীয় কিছু অনলাইন ও প্রিন্ট পত্রিকায় “বই বিক্রি” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ। তিনি বলেন, “সংবাদটি সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যমূলক ও মানহানিকর।”
অধ্যক্ষ অভিযোগ করেন, একটি পক্ষ সাংবাদিকদের বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। এর ভিত্তিতেই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। বাস্তবে সংবাদটির কোনো সত্যতা নেই, বরং এটি তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা।
তিনি জানান, ২০২৫ সালের দাখিল পরীক্ষার অব্যবহৃত প্রশ্নপত্র ও প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় কাগজপত্র নিয়ম অনুযায়ী বিক্রি করে তার অর্থ মাদরাসার বোর্ডে জমা দেওয়া হয়েছে। মাদরাসার পাঠ্যবই বিক্রি হয়নি, শিক্ষার্থীদের মাঝে বিতরণের পর অবশিষ্ট বই মাদরাসাতেই সংরক্ষিত রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, তা বই বাবদ নয়, বরং সেশন ফি হিসেবে গ্রহণ করা হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ আরও বলেন, “ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ সমাজের উপকারে আসে না। এতে ব্যক্তিগত ও পারিবারিক সুনাম ক্ষুণ্ণ হয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।” তিনি সাংবাদিকদের নীতি ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।