শেরপুর প্রতিনিধি :
টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে শেরপুরে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভাটি আয়োজন করে শেরপুর সিভিল সার্জন অফিস এবং সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সভায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ক্যাম্পেইন চলাকালীন নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পর্যবেক্ষণ এবং সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত কর্মকর্তারা বলেন, ভ্যাকসিনেশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মাঠপর্যায়ে কার্যকর সমন্বয় অপরিহার্য। এ সময় তারা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।