1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় অভিযানের মাঠে বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজ বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন রাজশাহীতে প্রেমের বিয়ের পর নির্মম পরিণতি, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা সানন্দবাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক রশিদুল আলম নান্দাইলে আঃ মন্নাছ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে নিহতের মেয়ের সংবাদ সম্মেলন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারীর জন্মদিন আজ

বকশীগঞ্জে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করছেন সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও স্বপ্না বেগম।
বকশীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্বপ্না বেগম।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জমিজমা বিরোধকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জের এক সাংবাদিক পরিবার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার জানকিপুর মির্ধাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও তার ভাবি স্বপ্না বেগম।

সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম অভিযোগ করে বলেন, তার সহোদর বড় ভাই বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জজ কোর্টের আইনজীবী ইসমাইল সিরাজী জমিজমার বিরোধের জের ধরে গত ২১ জুলাই সাংবাদিক লিমন, স্বপ্নার স্বামী মিল্লাত মিয়া ও অপর এক ব্যক্তির নামে জামালপুর কোর্টে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ১০ সেপ্টেম্বর ইসমাইল সিরাজী তাকে মামলার আপোসের কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে স্বামীকে তালাক দিতে বলেন। রাজি না হওয়ায় প্রথমে মারধর এবং পরে গলা টিপে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ করেন স্বপ্না বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এরপর ২১ সেপ্টেম্বর জামালপুর জজ কোর্টে মামলা করতে গেলে ইসমাইল সিরাজী ও তার সহযোগীরা বাধা দেন এবং জীবননাশের হুমকি প্রদান করেন। কোর্ট থেকে ফিরে আসার পরদিনই তার স্বামী, দেবর সাংবাদিক লিমন ও এক মাদ্রাসা শিক্ষকের নামে আরেকটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানান, আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে যাচ্ছেন। তারা এ অবস্থা থেকে মুক্তি ও আইনি সহায়তা চান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট