মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জমিজমা বিরোধকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জের এক সাংবাদিক পরিবার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার জানকিপুর মির্ধাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও তার ভাবি স্বপ্না বেগম।
সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম অভিযোগ করে বলেন, তার সহোদর বড় ভাই বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জজ কোর্টের আইনজীবী ইসমাইল সিরাজী জমিজমার বিরোধের জের ধরে গত ২১ জুলাই সাংবাদিক লিমন, স্বপ্নার স্বামী মিল্লাত মিয়া ও অপর এক ব্যক্তির নামে জামালপুর কোর্টে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, ১০ সেপ্টেম্বর ইসমাইল সিরাজী তাকে মামলার আপোসের কথা বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে স্বামীকে তালাক দিতে বলেন। রাজি না হওয়ায় প্রথমে মারধর এবং পরে গলা টিপে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ করেন স্বপ্না বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এরপর ২১ সেপ্টেম্বর জামালপুর জজ কোর্টে মামলা করতে গেলে ইসমাইল সিরাজী ও তার সহযোগীরা বাধা দেন এবং জীবননাশের হুমকি প্রদান করেন। কোর্ট থেকে ফিরে আসার পরদিনই তার স্বামী, দেবর সাংবাদিক লিমন ও এক মাদ্রাসা শিক্ষকের নামে আরেকটি মিথ্যা মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানান, আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে যাচ্ছেন। তারা এ অবস্থা থেকে মুক্তি ও আইনি সহায়তা চান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।