
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে এক সুদ কারবারির বিরুদ্ধে সুদের টাকার দাবীতে মারধর ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সোহরাব হোসেনের স্ত্রী হাফিজা বেগম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আফজাল হোসেনের স্ত্রী, শরিফুল ও রফিকুলের মা শহিদা বেগম এবং রফিকুলের স্ত্রী জেসমিন আরা।
লিখিত বক্তব্যে হাফিজা বেগম জানান, তার স্বামীর বড় ভাই শরিফুল ইসলাম প্রায় তিন বছর আগে বিপদে পড়েন এলাকার চিহ্নিত সুদ কারবারী চকচকি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রাকিব প্রামাণিকের কাছ থেকে ১০ হাজার টাকা সুদে ধার নেন এবং কিছুদিনের মধ্যে সুদসহ মূল টাকা পরিশোধ করেন।
কিন্তু গত ২০ আগস্ট, রাকিব সুদের আরও টাকা দাবি করে শরিফুল ইসলামকে আটকিয়ে মারধর করেন এবং নানা প্রকার হুমকি দেন। এই ঘটনায় ২১ আগস্ট শরিফুল ইসলামের ভাই রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মারধরের ঘটনার পর রাকিব হোসেন সম্প্রতি আফজাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম, তার ভাই সমাসপুর গ্রামের রফিকুল ইসলাম, বাবা আফজাল হোসেন ও চকচকি গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহরাব হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা প্রত্যাহার ও শরিফুল ইসলামকে মারধরের জন্য রাকিব হোসেনের বিরুদ্ধে যথাযথ বিচার দাবি করেন।