1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

ডিমলায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
ডিমলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও সরঞ্জাম জব্দের দৃশ্য।
ডিমলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও সরঞ্জাম জব্দের দৃশ্য।

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) খালিশা চাপানী ইউনিয়নের লালকুড়ার পাড়া এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় মাঠ পর্যায়ে সহযোগিতা করে ডিমলা থানার একদল পুলিশ সদস্য। তারা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিস্তা নদী ও শাখা-খালে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, নদীর তীর ভাঙন তীব্র হচ্ছে এবং কৃষিজমির ক্ষতি হচ্ছে। এসব গুরুতর বিষয় বিবেচনা করে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন,
“জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট