
নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) খালিশা চাপানী ইউনিয়নের লালকুড়ার পাড়া এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় মাঠ পর্যায়ে সহযোগিতা করে ডিমলা থানার একদল পুলিশ সদস্য। তারা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিস্তা নদী ও শাখা-খালে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, নদীর তীর ভাঙন তীব্র হচ্ছে এবং কৃষিজমির ক্ষতি হচ্ছে। এসব গুরুতর বিষয় বিবেচনা করে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন,
“জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।