নীলফামারী প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবের ছোঁয়া। ভক্তি, আনন্দ ও মিলনের আবেশে পুরো এলাকা এক প্রাণবন্ত রঙিন মিলনমেলায় পরিণত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিহাট সর্বজনীন দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, মিষ্টি বিতরণ করেন এবং মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং ভক্তদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। তিনি বলেন,
“ডিমলায় শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল প্রতিফলন। এখানে সব ধর্মের মানুষ শান্তি, সৌহার্দ্য ও আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করছে, যা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “প্রশাসন সর্বদা সতর্ক ও প্রস্তুত, যেন প্রত্যেক ভক্ত নিরাপদ পরিবেশে আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন।”
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক বাবু উৎপল কান্তি রায় বলেন, “প্রশাসনের সহযোগিতায় পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। এবারের পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপিত হচ্ছে।”
শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ ডিমলার প্রতিটি মণ্ডপে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভক্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই মিলনমেলা সাম্প্রদায়িক সংহতি আরও দৃঢ় করবে।