শেরপুর প্রতিনিধি :
শেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১ অক্টোবর) রাতে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পিপি ও শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান বলেন, তিনি গত ১৮ নভেম্বর ২০২৪ থেকে রাষ্ট্রপক্ষে পিপি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের মামলায় তিনি রাষ্ট্রপক্ষের পক্ষে কাজ করেছেন এবং আসামিদের জামিনের বিরোধিতা করেছেন।
তিনি আরও বলেন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা জজ আদালতে একটি মামলায় আসামি চন্দন কুমার পালের জামিনের বিষয়ে আদালতের স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ হিসেবে আদালত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। পিপির আইনগত কোনও প্রভাব নেই। তবে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে।
অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “এই প্রোপাগান্ডা রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং আমার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণির অসাধু মানুষ সোশ্যাল মিডিয়ায় সত্য-মিথ্যা যাচাই না করে অপপ্রচার চালাচ্ছে। আমি মুক্ত গণমাধ্যমকর্মীদের অনুরোধ করব, বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশ করতে।”
এ ঘটনায় ইতিমধ্যেই তিনি সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন (নং—৪১, ০১/১০/২৫)। সংবাদ সম্মেলনে জেলা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।