1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় অভিযানের মাঠে বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজ বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন রাজশাহীতে প্রেমের বিয়ের পর নির্মম পরিণতি, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা সানন্দবাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক রশিদুল আলম নান্দাইলে আঃ মন্নাছ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে নিহতের মেয়ের সংবাদ সম্মেলন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারীর জন্মদিন আজ

মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: পিপি আব্দুল মান্নানের ব্যাখ্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
শেরপুর জেলা জজ আদালতে সংবাদ সম্মেলন করছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান
মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে নিজের অবস্থান ব্যাখ্যা করছেন শেরপুর পিপি আব্দুল মান্নান

শেরপুর প্রতিনিধি :
শেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১ অক্টোবর) রাতে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পিপি ও শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান বলেন, তিনি গত ১৮ নভেম্বর ২০২৪ থেকে রাষ্ট্রপক্ষে পিপি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের মামলায় তিনি রাষ্ট্রপক্ষের পক্ষে কাজ করেছেন এবং আসামিদের জামিনের বিরোধিতা করেছেন।

তিনি আরও বলেন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা জজ আদালতে একটি মামলায় আসামি চন্দন কুমার পালের জামিনের বিষয়ে আদালতের স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ হিসেবে আদালত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। পিপির আইনগত কোনও প্রভাব নেই। তবে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে।

অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “এই প্রোপাগান্ডা রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং আমার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণির অসাধু মানুষ সোশ্যাল মিডিয়ায় সত্য-মিথ্যা যাচাই না করে অপপ্রচার চালাচ্ছে। আমি মুক্ত গণমাধ্যমকর্মীদের অনুরোধ করব, বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশ করতে।”

এ ঘটনায় ইতিমধ্যেই তিনি সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন (নং—৪১, ০১/১০/২৫)। সংবাদ সম্মেলনে জেলা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট